Type Here to Get Search Results !

পার্বতীপুরে এক বৃদ্ধাকে হত্যার দায়ে একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: পার্বতীপুরে এক বৃদ্ধাকে হত্যার দায়ে রাহেনুর ইসলাম (৪১) নামের একজনকে গ্রেফতার করে পুলিশ আজ মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করেছে। গ্রেফতারকৃতের পিতার নাম সাইফুদ্দিন বাচ্চু। বাড়ী পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউপির জাহানাবাদ কালেখাপাড়া নামক গ্রামে। 
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান, উপজেলার চন্ডিপুর ইউপির জাহানাবাদ কালেখাপাড়া গ্রামের মৃত শমসের আলীর স্ত্রী নাদিরা বেগমকে গত রোববার সকাল থেকে খুঁজে না পাওয়ায় তার মেয়ে নাছিমা বেগম গতকাল সোমবার রাতে থানায় একটি জিডি করেন। এরই সূত্র ধরে পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সোমবার দিবাগত রাতে রাহেনুর ইসলামকে গ্রেফতারের পর তার দেয়া স্বীকারোক্তি মতে নাদিরার ঘরের তালা ভেঙ্গে গলায় ওড়না প্যাচানো অবস্থায় নাদিরা বেগম (৬১) এর মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে নাছিমা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
বিভাগ