মাজহারুল ইসলাম লিটন,ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলায় এছান
আলী (২২) নামে এক অনলাইল ডেভিলের সন্ধান পাওয়া গেছে। সে দীর্ঘদিন
থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার, অবৈধ মাদক ব্যবসা, বিভিন্ন আইডি হ্যাক
করে অবৈধভাবে অঢেল সম্পদের মালিক হয়েছেন। তার অবৈধ টাকায়
ফ্যাসিস্টের প্রেতাত্মারা সরকার বিরোধী বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে
বলে অভিযোগ পাওয়া গেছে।
সে উপজেলার উত্তর তিতপাড়া (ভাটিয়াপাড়া) গ্রামের কাসেম আলী মোল্লার
ছেলে ও ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের বিএসএস প্রথম বর্ষের ছাত্র।
জানাগেছে, এছান আলী ১ বছর আগেও বিভিন্ন গ্রামে ফেরি করে
ঝালমুড়ি ও আইসক্রীম বিক্রি করে বাবার অভাবি সংসারে সহযোগিতা
করতো। মাত্র ১ বছরের ব্যবধানে কি-এমন আলাদিনে চেরাগ পেয়ে বিপুল অর্থ-
সম্পদের মালিক বনে গেলো। যে কারণে সঙ্গবদ্ধ দল ও ব্যক্তিগত দেহরক্ষি ছাড়া
সে একাই কোথাও চলাফেরা করে না।
সে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফ্রিল্যান্সিং এর মোডকে অনেক অবৈধ এবং
অনৈতিক কাজ প্রমোট করে আসছে। এর মধ্যে ক্যাসিনোসহ বিভিন্ন
অনলাইন জুয়া, যৌন উত্তেজকস হারবাল ঔষধের বিজ্ঞাপন প্রচার এবং অভিনব
কৌশলে অনলাইনে ঋন দেয়ার বিজ্ঞাপন প্রচার, বিভিন্ন দেশের ভিসা
জালিয়াতিসহ নানাধরণের অনলাইন ক্রাইমের মাধ্যমে প্রতিমাসে লাখ লাখ
টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া সে একটি
সংঘবদ্ধ অনলাইন চক্রের নেতৃত্ব দিয়ে আসছে। তার রয়েছে আন্তর্জাতিক
পাসর্পোট, ব্যাংক একাউন্ট, ক্রেডিট কার্ড। তার নিয়ন্ত্রনে রয়েছে,
বিভিন্ন কোম্পানির বৈধ ও অবৈধ শতাধিক সিম কার্ড ও
বিকাশ,নগত,রকেট সহ বিভিন্ধসঢ়; মোবাইল একাউন্ট। সে গ্রামের ভিতরে
গড়ে তুলেছেন এক আলিশান বাড়ি, গরুর খামার এবং বিভিন্ন এলাকায়
নামে-বেনামে ক্রয় করেছে জায়গা- সম্পত্তি।
নাম প্রকাশ না করা শর্তে তার এক বন্ধু জানায়, বিমান ভ্রমনে সে বেশি
স্বাচ্ছন্দ্যবোধ করে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার বিভিন্ন
শ্রেণির মানুষের সাথে তার একটি যোগাযোগ রয়েছে। তাদের সাথে
বিভিন্ন ফেক ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, ইসটাগাম,
টেলিগ্রামসহ ইত্যাদি আইডির মাধ্যমে যোগাযোগ করে থাকে।
ভিন্ন অভিযোগে জানাগেছে, তার অবৈধ টাকায় তার গ্রামের কয়েকজন
ফ্যাসিস্টের প্রেতাত্মারা বর্তমান সরকার ও রাষ্ট্র বিরোধী বিভিন্ন ষড়যন্ত্র
চালিয়ে যাচ্ছে।
এলাকার সচেতন মানুষ মনে করছেন, কথিত এছান আলী একজন অনলাইল
ডেভিল লিডার। তাকে আটক করে জিজ্ঞাসাবাদসহ অবৈধ সম্পদ অর্জনের
নেপথ্যের রহস্য উদঘাটনের দাবি তুলেছেন।