Type Here to Get Search Results !

সূবর্ণ জয়ন্তীর ৪র্থ বছরে বিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যালয়ে সূবর্ণ জয়ন্তীর ৪র্থ বছরে বিদ্যালয়ের বাৎস‌রিক একা‌ডে‌মিক ক‌্যা‌লেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের নামে বাৎস‌রিক একা‌ডে‌মিক ক‌্যা‌লেন্ডারের মোড়ক উন্মোচন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ছাইফুল ইসলাম।
এসময় একাডেমিক ক্যালেন্ডার হাতে দাঁড়িয়ে ছিলেন বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকগণ। বিদ্যালয়টি ১৯৭১ সা‌লে প্রতিষ্ঠালাভ ক‌রে। পরবর্তীতে ১৯৮৬ সা‌লে সরকা‌রি হওয়ার পর থেকে অদ্যাবধি বিদ্যালয়ের নামে কোনও একা‌ডে‌মিক ক‌্যা‌লেন্ডার প্রকাশ করা হয়‌নি।দীর্ঘ ৫৪ বছ‌র পর বিদ‌্যাল‌য়ের সূবর্ণ জয়ন্তীর ৪র্থ বছরে বিদ্যালয়ের নামে বাৎসরিক একাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে।
এতে রয়েছে বিদ‌্যাল‌য়ের না‌ম, খ্রিষ্টাব্দ, বঙ্গাব্দ ও হিজ‌রি সালসহ মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের বাৎস‌রিক ছু‌টি, পরীক্ষার সময়সূ‌চি, পরীক্ষার ফলাফ‌লের তা‌রিখ। এবিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকগণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ছাইফুল ইসলাম এর নিকট আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অভিভাবকগণ বলেন, বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ছাইফুল ইসলাম দায়িত্ব নেয়ার পর থেকে বিদ্যালয়টি পরিষ্কার পরিচ্ছন্ন,শিক্ষার মান, শিক্ষার্থীদের উপস্থিতি, পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ অনেক বৃদ্ধি পেয়েছে। তিনি শিক্ষার্থীদের উপস্থিতি ও শতভাগ নিরাপত্তার লক্ষ্যে পুরো বিদ্যালয়ে সি সি ক‌্যা‌মেরা স্থাপন করে সম্পূর্ন নেটওয়া‌র্কিং পদ্ধ‌তিতে বিদ‌্যালয়‌টি ম‌নিট‌রিংয়ের ব্যবস্থা গ্রহণ করেন।
এছাড়াও অভিভাবকদের সাথে যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাইফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান,পরিবেশ ও সুনাম ধরে রাখতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবকদেরকে সচেতন হতে হবে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ৫৪ বছরে এসে বিদ্যালয়ের নামে বাৎসরিক একাডেমিক ক্যালেন্ডারের উন্মোচন করা হয়েছে।
যার মাধ‌্যমে সকল ধর‌নের শিক্ষার্থী ও অ‌ভিাবকগণ ‌যে‌ কোনও মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের বাৎস‌রিক ছু‌টি, পরীক্ষার সময়সূ‌চি, পরীক্ষার ফলাফ‌লের তা‌রিখ জান‌তে পার‌বে, যা সক‌লের উপকা‌রে আস‌বে।
বিভাগ