Type Here to Get Search Results !

দেবীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় ভ্যান চালকের মৃত্যু গ্রেফতার- ১

নজরুল ইসলাম ,বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় আব্দুল জব্বার (৪৫) নামে এক ব্যাটারি চালিত ভ্যান চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট এলাকায় দেবীগঞ্জ-বোদা মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে। এসময় স্থানীয়দের সহযোগিতায় কাভার্ড ভ্যানের চালক গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার ইমরুল হোসেন (৩৮) কে আটক করে থানা পুলিশ।
এঘটনায় দেবীগঞ্জ থানায় হাইওয়ে আইনে এক মামলা দায়ের করেছে পুলিশ। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতকে আদালতে তোলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আব্দুল জব্বারের বাড়ি দেবীডুবা ইউনিয়নের সুলতানপুর ধানমারা এলাকায়। তিনি ওই এলাকার মৃত মোবারক আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজার এলাকায় দেবীগঞ্জ-বোদা মহাসড়কে উঠছিলেন চালক আব্দুল জব্বার।
এসময় দেবীগঞ্জ গামী একটি কাভার্ড ভ্যান বোদাগামী একটি ট্রাককে ধাক্কা দিয়ে ব্যাটারি চালিত ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ভ্যান চালকের মৃত্যু হয়। এসময় কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাকটিও সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এদিকে, ঘটনার পরপরই ঘাতক কাভার্ড ভ্যানের চালককে স্থানীয়রা আটক করে দেবীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করে। পরে পুলিশ নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা কাভার্ড ভ্যানের চাপায় ভ্যান চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যানের চালকের চোখে ঘুমঘুম ভাব ছিল। সে লক্ষীরহাট বাজার এলাকায় একটি ট্রাককে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ করতে না পেরে ভ্যানটিকে চাপায় দেয়। এঘটনায় থানায় দায়েরকৃত মামলায় আসামীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিভাগ