Type Here to Get Search Results !

বোদায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় উপজেলা প্রশাসনের উদ্যেগে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে মঙ্গলবার জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা চত্তর থেকে একটি র‌্যালী বের করা হয়।
র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির, সহকারী কমিশনার (ভূমি) এস.এম. ফুয়াদ, বোদা উপজেলার বিএনপির সদস্য সচিব আসাদুল্লাহ আসাদ, যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিক মহব্বত, উপজেলা সমাজ সেবা অফিসার তৌকির আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার নুরন নব্বি বক্তব্য রাখেন। দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিদিধিগন অংশ নেয়।
বিভাগ