Type Here to Get Search Results !

পীরগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ২৫ ফেব্রুয়ারী ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উদযাপন উপলক্ষে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গরবার সকালে বর্নাঢ়্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এনএম ইশফাকুল কবীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর স্কুল শিক্ষক মো: বাবলুর রশীদ, বীর-মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক মো: আজিজুল হক, উপজেলা প্রকৌশলী মো: মাহিদুল ইসলাম, পিআইও মো: তারিফুল ইসলাম, ইউপি সচিব মো: আজিজুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এনএম ইশফাকুল কবীর প্রমুখ।
বিভাগ