চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বোতলগঞ্জের শহিদুল ইসলামের স্ত্রীর সাহের বানু হারিয়ে যাওয়ার ৪৩ দিন অতিবাহিত হলেও তার সন্ধান পাওয়া যায়নি। তার অসহায় স্বামী তাকে ফিরে পেতে দ্বারে-দ্বারে মানুষের কাছে সাহায্যের হাত পাতছেন।
সাহের বানুর স্বামী শহিদুল ইসলাম বলেন- গত জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে তার মেঝো বোন সূর্য বানুর সঙ্গে ঢাকা যায় সাহের বানু। এর ৩-৪ দিন পরে সূর্যবানু বাড়ি আসলে শহিদুল ইসলাম তাকে জিজ্ঞাসা করে তোর বোন কই, জবাবে সূর্য বানু বলে ছোট বোন জয় বানুর বাড়িতে আছে। শহিদুল ইসলাম তাকে বলে তোর বোনের কাছে যে মোবাইলটি ছিল সেটি কোথায়?
সূর্য বানু বলে আমার কাছে আছে। ফেব্রুয়ারী মাসের ১১ তারিখে আমার ছোট শালী জয় বানু ঢাকা থেকে আসলে তাকে জিজ্ঞাসা করি তোর বোন কোথায়, তুই একা এলি যে।
জবাবে সে বলে সে আমার বাড়িতে তো যায়নি আর তাকে আমি দেখিওনি। ৪৩ বয়সী সাহের বানু সহজ-সরল প্রকৃতির। হারিয়ে যাওয়ার সময় তার পরনে একটি মেক্সি ছিলো।
কোন সহৃদয়বান ব্যক্তি শায়ের বানুর সন্ধান পেলে এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা গেল- ০১৩০৬৬২৯২৮৩, ০১৭০৬৯১৩৮৫০।