আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির এসবি উচ্চ বিদ্যালয়ের বইমেলায় কবি লাভলু ১১ তম কাব্যগ্রন্থ "তুমি এত বিবর্ণ কেন" এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ রবিবার বিকালে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক লুৎফর করিম, সাংবাদিক তোজাম্মেল হোসেন মঞ্জুসহ স্থানীয় সুধীমল উপস্থিত ছিলেন।