শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি ॥ বুধবার সকাল ১১টায় পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় চাঁদা বন্ধের দাবীতে শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। পৌর শহরের পূর্ব চৌরাস্তা মোড়ে ব্যাটারী চালিত রিক্সা ভ্যান, সিএনজি, পাগলু ও অটোচার্জার গাড়ির ৩শতাধিক শ্রমিক বিক্ষোভে অংশ নেয়। পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা থেকে ঠাকুরগাঁও, বীরগঞ্জ, দিনাজপুর, রাণীশংকৈল উপজেলায় যাতায়াত করা ওই সব গাড়ির চালকদের কাছ থেকে এলাকার কিছু প্রভাবশালী লোকজন নিয়মিত ও বাধ্যতামূলক চাঁদা আদায় করতো। চাঁদা না দিলে, শ্রমিকদের রাস্তায় গাড়ি চালাতে দিবে না, গাড়ির চাবি ছিনিয়ে নেওয়া ও বিভিন্ন সময় চালকদেরকে শারীরিক ভাবে নির্যাতন করতো বলে শ্রমিকরা জানায়। এর প্রতিবাদে সিপিবি পার্টির ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আবু সায়েম শ্রমিকদের পক্ষে নেতৃত্ব দেন। মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যে থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জরুরী ভাবে আন্দোলনরত শ্রমিকদের নিয়ে থানায় বৈঠক করেন। চাঁদাবাজি বন্ধ করা সহ শ্রমিকদের সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেওয়ায় শ্রমিকরা শান্ত হন।