Type Here to Get Search Results !

পার্বতীপুরে দুই দফা বাস্তবায়নের দাবীতে রেল কর্মচারীদের মানববন্ধন

পার্বতীপুর প্রতিনিধি : বাংলাদেশ রেলের ২০২০ সালের নিয়োগ বিধিমালা বাতিল ও ফিডার কাল পূর্তির দিন হতে পদোন্নতির প্রদানের দাবীতে দিনাজপুরের পার্বতীপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রেলওয়ের যান্ত্রিক বিভাগের শ্রমিক ও কর্মচারী সমন্বয় ঐক্য পরিষদের উদ্যোগে আজ বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে পার্বতীপুর জংশন রেল স্টেশন চত্বরে এর আয়োজন করা হয়। এসময় আয়োজক কমিটির সমন্বয়ক লোকোসেডের রফিকুল ইসলাম মিশু, ডিজেল লোকোমোটিভ কারখানার মাজেদুল ইসলাম ও নুর আলম এবং কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার মীর লোকমান বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, রেলওয়ে অধীনে চাকুরী করলেও নির্দিষ্ট সময়ের পর তাদের পদোন্নতি হয়। কিন্তু চাকুরী বিধিমালা ২০২০ এর কারণে দীর্ঘদিন অতিবাহিত হলেও আমাদের কোন প্রকার পদোন্নতি দেয়া হয়নি। পূর্ব ঘোষনা অনুযায়ী আগামী ৩ মার্চের মধ্যে দাবী আদায় না হলে কঠোর স্ব স্ব কর্মস্থলে অবস্থান নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন বক্তারা। মানববন্ধন শেষে একই স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এসময় খালাসী থেকে মিস্ত্রী গ্রেড-১ পর্যন্ত সহ ফিটার, ফিটার-২, সহ ইলেক, ইলেক্ট্রিশিয়ান-২য়, গ্রেড-১ ফিটার, ফিটার মিস্ত্রী-২, ফিটার মিস্ত্রীসহ সংশ্লিষ্ট রেল কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিভাগ