Type Here to Get Search Results !

পার্বতীপুরে তিন দিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার : পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার বেলা ১১টায় ৩ দিন ব্যাপী কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খালেদ মনসুর। 
পার্বতীপুর উপজেলা কৃষি অফিসার রাজিব হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার সাজেদুর রহমান। এসময় অন্যান্য কর্মকর্তা ও পৌরসভাসহ ১১টি ইউনিয়নের উপসহকারি কৃষি অফিসারসহ কৃষকগণ উপস্থিত ছিলেন। কৃষি মেলায় ১২টি স্টল স্থান পেয়েছে। 
অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপ-সহকারি কৃষি অফিসার আবু সুফিয়ান। উদ্বোধন শেষে প্রধান অতিথি র‌্যালী ও স্টল পরিদর্শন করেন।
বিভাগ