আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে নামাজরত অবস্থায় এলোপাথারি ছুরির আঘাতে গুরুতর আহত কিশোরী সৌরভী মাহি অবশেষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
১৪ ফেব্রুয়ারি শুক্রবার ভোরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এই ঘটনায় কাহারোল উপজেলার ভাত গাও গ্রামের আবুল কালামের ছেলে আফিফ হোসেন ১৬ নামের এক কিশোরকে কাহারোল থানা পুলিশ আটক করেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮ টার দিকে কাহারোল উপজেলার দীপ নগর গ্রামের জুয়েল রানার বাড়িতে আফিফ হোসেন প্রাচীর টপকে বাড়ির বিতরে প্রবেশ করে মেয়ে সৌরভি মাহিকে এলোপাথারি ছুরি আঘাত করে পালিয়ে যায়।মাহিকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাহি তখন এশার নামাজ আদায় করছিল বিষয়টি কাহারোল থানায় জানানো হলে, পুলিশ আফিফকে আটক করে।
কাহারাল থানা অফিসার ইনচার্জ রুহুল আমিন জানিয়েছেন এই ঘটনায় কাহারোল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে