Type Here to Get Search Results !

পঞ্চগড়ে বইছে মৃদু শৈতপ্রবাহ


নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ে একদিনের ব্যবধানে   তাপমাত্রা ১২ থেকে ৯ ডিগ্রী সেলসিয়াসের ঘরে নেমে এসেছে । বইছে মৃদু শৈতপ্রবাহ। তবে সকাল ৯ টার পর রোদের দেখা মিলেছে।  গত দশ দিন ধরে পঞ্চগড়ে এভাবে তাপমাত্রার পারদ উঠানামা করছে।  
আজ মঙ্গলবার সকাল ৯ টায় ৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। গত সোমবার ( ১৩ জানুয়ারী) সকাল ৯ টায় পঞ্চগড়ে ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গত রবিবার সকাল ৯ টায় পঞ্চগড়ে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১০ দশমিক.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে।
গতকাল শনিবার এখানে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মঙ্গলবার  সকালে  সূর্যের মুখ দেখা গেছে। রোদের দেখা মিলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।  কুয়াসা না থাকলেও উত্তরের হিমশীতল বাতাস বইছে। তবে সন্ধ্যা  থেকে পরদিন সকাল পর্যন্ত কুয়াশা থাকছে।
পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান. ঘন কুয়াশা থাকলে তাপমাত্রা বেড়ে যায়। আবার কুয়াশা না থাকলে হিমালয়ের হিমেল বাতাস প্রবাহিত হলে তাপমাত্রা কমে আছে। মঙ্গলবার সকাল ৯ টায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
কুয়াশা কমে আসায়  কৃষি ক্ষেত্রের তেমন ক্ষতির শঙ্কা  তবে এই শীতে  শীতজনিত কারণে শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বাড়ছে. কেউ বহির্বিভাগে চিকিৎসা সেবা নিচ্ছেন আবার কেউ অভ্যন্তরীণ বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে অসহায় ছিন্নমূল দরিদ্র মানুষের দুর্ভোগ কমেনি।  

বিভাগ