Type Here to Get Search Results !

বিরামপুর উপজেলা জামায়াতের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানের দিনাজপুর আগমন উপলক্ষে বিরামপুর উপজেলা জামায়াতের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । 
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বিরামপুর উপজেলা জামায়াতের প্রচার বিভাগের আয়োজনে বিরামপুর ঢাকা মোড়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।জেলা গোর-এ-শহীদ বড়ময়দানে আগামী ২৫ জানুয়ারি সকাল ১০টায় জেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হবে। এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।২৫ জানুয়ারির বিশাল কর্মী সম্মেলন উপলক্ষে বিরামপুর উপজেলার জামায়াতের আমির হাফিজুল ইসলামের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও রংপুর অঞ্চলের টিম সদস্য আনোয়ারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মকছেদ আলী,উপজেলা বিরামপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির আবুল বাশার,বিরামপুর পৌর আমীর মাওলানা মামুনুর রশিদ,উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হানিফ, দিনাজপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি এনামুল হক, প্রমুখ। আগামী ২৫ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠেয় বিশাল কর্মী সম্মেলন সফলভাব বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদানের মধ্য দিয়ে সমাবেশটি শেষ হয়।
বিভাগ