ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১৪ কেজি গাজাসহ নয়ন( ২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
২০ জানুয়ারি সোমবার সকালে রংপুর ঢাকা জাতীয় মহাসড়কের পলাশবাড়ীর মহেশপুর নামক স্থানে একটি যাত্রী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মন কুমার দাস নয় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বোয়ালভির গ্রামের মনিরাম দাসের ছেলে।
গ্রেফতারকৃত নয়নের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।