Type Here to Get Search Results !

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান মিয়া। উপজেলা বিএনপির সদস্য সফিকুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দীন সরকার। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সাঈদ আহম্মেদ সেলিম বুলবুল, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং জুলাই অভ্যূত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিভাগ