চিলাহাটি ওয়েব, ঢাকা অফিস : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বললেন, আগামী দিনের বাংলাদেশ গড়তে বিএনপিকে সংগঠিত করতে হবে। এ জন্য মেধাবী ও পরিশ্রমীদের সামনে আনতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি মনে করি পুরো দেশের ওপর দিয়ে একটি ঝড় গেছে। দেশকে লণ্ডভণ্ড করে দিয়েছে। দেশের প্রতিটি সেক্টরকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে।
আমাদের দলের শতশত নেতাকর্মী খুন-গুমের শিকার হয়েছেন, তবু বিএনপি টিকে আছে।
তারেক রহমান আরও যোগ করেন, আমি মনে করি আজ বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন। কারণ, আমাদের যে সদস্যপদ, যে দলের সঙ্গে আমরা আছি, এই দলের লাখো নেতাকর্মী অনেক নির্যাতনের মধ্যদিয়ে গেছে, তাও আজকে তারা এই দলের সঙ্গে আছেন।