Type Here to Get Search Results !

উলিপুরে আওয়ামী লীগ নেত্রী মতি শিউলী গ্রেপ্তার


খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীকে মারধরের মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগের নেত্রী মতি শিউলী (৫৫)কে  গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) শহরের মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মতি শিউলী উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান।  
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, ১৮ জুলাই উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ ও মসজিদুল হুদার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের তুলে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেধড়ক মারধর করেন।
এ ঘটনায় মোসাব্বির হোসেন নামের এক শিক্ষার্থী বাদী হয়ে ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় মতি শিউলীকে গ্রেপ্তার করে পুলিশ।
বিভাগ