Type Here to Get Search Results !

বোদা মহিলা মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত

নজরুল ইসলাম, বোদা,পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলার বোদা মহিলা মহাবিদ্যালয়ের নবিন বরণ,বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতর পুরস্কার বিতরণ ও প্রতিষ্ঠানের সদর গেটের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক,পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ,বাফুফের ডেপুটি চেয়ারম্যান ও বোদা মহিলা মহাবিদ্যালয়ের গর্ভনিং বডির সভাপতি আলহাজ্ব মো. ফরহাদ হোসেন আজাদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের পরিচালনা পরিষদের সদস্য ও বোদা পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিম্ময়। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,বোদা পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারা.,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আসাদুল্লাহ আসাদ,আব্দুল মান্নান,প্রভাষক হকিকুল ইসলাম,আবু বক্কর সিদ্দিক মহব্বত,সাজ্জাদার রহমান জুয়েল ও বিএনপির নেতা অবসর প্রাপ্ত অধ্যক্ষ আফাজুল ইসলাম।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সাহিত্য ও স্ংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে প্রধান অতিথি কলেজের সদর গেটের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নবিন বরণ অনুষ্ঠানে কলেজের পুরাতন শিক্ষার্থীরা নতুন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন। পরে এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিভাগ