Type Here to Get Search Results !

ভালোবাসার ট্রেনে কেড়ে নিলো জীবন

রেলফ্যানিং জগৎ থেকে হারিয়ে গেলো এক রেলফ্যান। ছবিতে যে মেয়েটিকে দেখছেন উনার নাম অংকিতা মজুমদার তৃষা। সকলের মতো উনি একজন রেলফ্যান ছিলেন। কাওলায় রিক্সা থেকে নেমে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু বরণ করেন। একসময় যে রেল লাইনে পাশে দাঁড়িয়ে রেলফ্যানিং করত আজ সেই রেল লাইনের পাশে তার দেহ পড়ে রয়েছে। অবশেষে কাল হয়ে গেল এই ভালোবাসার বাহন। সকলের কাছে অনুরোধ দরজা দাড়িয়ে রেল ভ্রমণ করবেন না। রেল লাইনের পাশে চলাচল করা থেকে বিরত থাকুন। ট্রেনের ছাদে ভ্রমণ করা থেকে বিরত থাকুন।

#ফেসবুক থেকে সংগ্রহীত