Type Here to Get Search Results !

বিএনপি নেতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় কারা নির্যাতিত বিএনপি নেতা আবুল কালাম আজাদের উদ্যোগে দুস্থ অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দক্ষিণ দুবলিয়া গ্রামের সেরাজ ডাক্তারপাড়ায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক নিয়ামতুল্লাহ শাহ্। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আহেদুল ইসলাম, গোলাম কবির শাহ্সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সুধীজন।
বিভাগ