Type Here to Get Search Results !

অধিকার আদায়ে রাজপথে লাল ঝান্ডা হাতে দাঁড়িয়ে সাড়ে তিন বছরের শিশু

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : নিজের শরীরের চেয়ে দুইগুণ বড় লাল ঝান্ডা নিয়ে অধিকার আদায়ে রাজপথে মায়ের সাথে দাঁড়িয়ে আছে শিশু নিশীতা পাহান। মা সুনজু পাহান আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে তার সাড়ে তিন বছর বয়সের শিশু কন্যা নিশীতা পাহানকে নিয়ে মিছিল ও সমাবেশে এসেছেন।
বুধবার দুপুর ২ ঘটিকায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে বিরামপুর ঢাকামোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে ঢাকা মোড়ের সমাবেশে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(বাসদ) বিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক শ্যামল পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদের দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমরেড হোসেন কিবরিয়া, সদস্য সচিব জনক রায়।
এছাড়াও বক্তব্য রাখেন বিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমিদস্যুদের কবল থেকে আদিবাসীদের জায়গা দখল মুক্ত করা,ভূমি দস্যুদের বিচার ও শাস্তি নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
এছাড়াও সমাবেশে টিসিবি ট্রাক সেল বন্ধ করা যাবে না, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দাও,পৃথক ভূমি কমিশন গঠনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাও ইত্যাদি ফেস্টুন হাতে দাবি আদায়ের লক্ষ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর নেতাকর্মীদের।
বিভাগ