Type Here to Get Search Results !

খানসামায় বিজ্ঞান মেলা

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ প্রতিপাদ্যেকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমূল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দসহ আরো অনেকে।
এতে স্টল প্রদর্শনী ফলাফলে জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে কুমড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় মেরিট ক্রিয়েটিভ বালিকা শাখা, তৃতীয় নলবাড়ী উচ্চ বিদ্যালয়।
সিনিয়র গ্রুপে প্রথম খানসামা মহিলা কলেজ, দ্বিতীয় ছাতিয়ানগড় স্কুল এন্ড কলেজ, তৃতীয় খানসামা ডিগ্রি কলেজ। এছাড়াও মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের খুদে বিজ্ঞানী-শিক্ষার্থীরা অংশ নেন।
বিভাগ