Type Here to Get Search Results !

খানসামায় ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলা উদ্বোধন


মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ প্রতিপাদ্যের আলোকে দিনাজপুরের খানসামায় দুই দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মেলা উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়। ্এ
রপর উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে মেলার উদ্বোধন অনুষ্ঠানের উদ্বোধক ও সভাপতি ছিলেন নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমূল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসমিন আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দসহ আরো অনেকে। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের খুদে বিজ্ঞানী-শিক্ষার্থীরা অংশ নেন।
বিভাগ