বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো.ফরহাদ হোসেন আজাদ কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বোদা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বোদা উপজেলা কৃষক দলের আহবায়ক দেলোয়ার হোসেন,জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, বিএনপি নেতা আব্দুল মান্নান, আবু বক্কর সিদ্দিক মহব্বত,সাজ্জাদার রহমান জুয়েল,হকিকুল ইসলাম,তফিজ উদ্দীন আহমেদ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ শিষা।
সমাবেশে জাতীয়তাবাদী কৃষক দলের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।