Type Here to Get Search Results !

বোদায় তারেক রহমানের পক্ষে শীতার্তর মাঝে কম্বল বিতরণ


নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পঞ্চগড়ের বোদায়, উপজেলা বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের উদোগে রবিবার দুপুরে বোদা পাথরাজ সরকারি কলেজ মাঠে বোদা উপজেলার ৯ ইউনিয়নের এক হাজার গবীর অসহায় শীতার্ত মানুষের মাঝে উপহার হিসেবে এক হাজার পিস কম্বল  বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল কম্বল বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও বাফফুর ডেপুটি চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরহাদ হোসেন আজাদ। 
এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাফ হোসেন, বোদা পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারা, সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিম্ময়, যুগ্ন আহবায়ক সাজ্জাদার রহমান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আসাদুল্লাহ আসাদ, আব্দুল মান্নান ও হকিকুল ইসলাম সহ বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ