Type Here to Get Search Results !

বাংলাবান্ধায় বিজিবি- বিএসএফ'র সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাদেশ-ভারতের সীমান্ত সুরক্ষা ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে পঞ্চগড়ের বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্যে সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা -ফুলবাড়ি আইসিপি পয়েন্ট এ সৌজন্যে সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় সৌজন্যে সাক্ষাতে বিজিবির পক্ষে ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী ও বিএসএফের পক্ষে ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শিলিগুড়ি সেক্টর কমান্ডার শ্রী পি কে সিং।
এসময় উভয় দেশের সেক্টর কমান্ডাররা কুশলাদি বিনিময় করেন এবং সীমান্ত এলাকায় যেকোনো ধরনের দুর্ঘটনা, অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলা, গরু ও মাদক চোরাকারবারী, দুষ্কৃতিকারীদের ফায়ার না করে আইনের আওতায় আনা এবং উভয় দেশের চোরাকারবারী চক্রর যাহাতে সীমান্তে কোন ভাবে সংঘবদ্ধ হতে না পারে সেজন্য পরস্পরের সহযোগিতায় বিজিবি- বিএসএফ যৌথ ভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় এবং মঙ্গল কামনা করে বর্ণিত সৌজন্য সাক্ষাতের পরিসমাপ্তি ঘটে।
এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম, উপ অধিনায়ক রিয়াদ মোর্শেদ প্রমুখ৷