Type Here to Get Search Results !

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গত ৮ জানুয়ারি বীরগঞ্জ উপজেলার কাশিপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সুয়াই আহমেদ মাহিবের একটি হাত ভেঙে গেছে, এবং শরীরের বিভিন্ন স্থানে ছিলে গেছে।
সুয়াইম আহমেদ মাহিব দৈনিক আজকালের খবর ও অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এর কাহারোল প্রতিনিধি আমিনুল ইসলামের একমাত্র ছেলে। জানা যায়- গত ৮ জানুয়ারি মাহিব ও তার বন্ধু নাজিম আহমেদ ও রাফি কাহারোলে বেড়াতে আসে। তারা বীরগঞ্জ উপজেলার কাশিপুরে মোটর সাইকেল যোগে বেরাতে যায়। সন্ধ্যা ৫ঃ৩০ মিনিটের দিকে বাড়ি ফেরার পথে কাশীপুর নামক স্থানে বাইপাস রাস্তা হয়ে বিশ্বরোটে ওঠার সময় এক মোটরসাইকেল আরোহীর ধাক্কায় তারা এই দুর্ঘটনার শিকার হয়ে মারাত্মক ভাবে আহত হয়।
এ সময় আহমেদ মাহিবের একটি হাত ভেঙে যায়। স্থানীয়রা আহতদের তাৎক্ষণিক বীরগঞ্জ চাকাই সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে প্রেরণ করেন।
বিভাগ