Type Here to Get Search Results !

ঘনকুয়াশায় মুড়ছে চিলাহাটি

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : দেশের মধ্য ও দক্ষিণভাগের সঙ্গে উত্তরাঞ্চলের আবহাওয়ার তারতম্য বেড়েই চলেছে। 'মধ্যভাগে যখন তীব্র রোদের দহন তখন উত্তরাঞ্চলে কুয়াশায় ঢেকে যাচ্ছে গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ।
একেবারেই হিমালয়ের কাছাকাছি হওয়ায় বিশেষ করে সর্বোত্তরের জেলা নীলফামারীর চিলাহাটির তাপমাত্রার পারদ আগেভাগেই নামতে শুরু করে। যার সঙ্গে মধ্যভাগের কোনো মিল থাকে না। যখন ঢাকায় তীব্র রোদের দহনে হাঁসফাঁস অবস্থা তখন চিলাহাটিতে হিম হিম শীতের ছোঁয়ায় কুঁকড়ে যাওয়ার অবস্থা।
স্থানীয় সূত্রমতে- গত কয়েকদিন রাত থেকেই চিলাহাটিতে কুয়াশায় ঝরেছে অনেকটা টিপটিপ বৃষ্টির মতো। রাত থেকেই সকাল ৭টা পর্যন্ত কুয়াশার চাদরে ঘেরা ছিল চারপাশ। এরপর ঝলমলে রোদ দেখা যায়। আর সেই রোদেই আবার বাড়তে থাকে দিনের তাপমাত্রা। দিনরাতে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে ব্যবধান অনেক বেশি। অনেকটাই মরুভূমির যেন আবহাওয়া। দিনে বেশ গরম, অথচ রাতে ঠাণ্ডা। আবার রাত যতই গড়াচ্ছে ততই তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এক ধরনের চরমভাবাপন্ন বৈরী আবহাওয়া মোকাবিলা করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা চিলাহাটি ওয়েব ডটকমকে বলছেন- রাতভর টিপ টিপ বৃষ্টির মতো কুয়াশা ঝরে পড়ায় পিচঢালা পথগুলো যেমন ভিজে গেছে, তেমনি ঘরবাড়ির চালেও ঝরেছে পানি। সকালে গাছপালার সবুজ পাতা, সবুজ ধানক্ষেত কিংবা ঘাসের ওপর শিশিরবিন্দু দেখা গেছে। যেখানে রোদ পড়ে চিকচিক করে অপরূপ দৃশ্য তৈরি করেছে।