Type Here to Get Search Results !

সভাপতি লিটন, সম্পাদক লেমন : ডিমলা প্রেসক্লাবের কমিটি গঠন

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা(নীলফামারী) ঃ দেশের প্রেক্ষাপট পরিবর্তনের কারনে ও সংগঠনকে সু-সংগঠিত রাখতে সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলায় ”ডিমলা প্রেসক্লাব” এর পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। 
রোববার রাতে ডিমলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিতি এক জরুরী সভায় মাজহারুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও সকল সদস্যের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের সীদ্ধান্ত গৃহিত হয়। কমিটিতে বিনা প্রতিদ্বন্দিতায় দৈনিক মানব জমিনের ডিমলা উপজেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম লিটনকে সভাপতি, দৈনিক খোলা কাগজের ডিমলা উপজেলা প্রতিনিধি আশিক উল ইসলাম লেমনকে সাধারন সম্পাদক ও দৈনিক জবাবদিহী পত্রিকার ডিমলা উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলাম খান লোহানীকে সাংগঠনিক সম্পদক করে আগামী তিন বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন ডিমলা প্রেসক্লাবের আজীবন সদস্য ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ডিমলা উপজেলা প্রতিনিধি সরদার ফজলুল হক।
বিভাগ