ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য নিয়ে বিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে উপজেলা নির্বাহী অফিসার জাতীয় পতাকা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ,কে,এম শাহজাহান দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করেন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ,কে,এমন শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন,বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার ভূমি মীজ নাজিয়া নওরীন, বিরামপুর থানা পুলিশের ওসি (তদন্ত) মমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন, সাংবাদিক ও বৈষম্য বিরোধী আন্দোলনের বাদশাহ মোহাম্মদ নাজ্জাসী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম। আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণদের সম্পৃক্ত করে দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলনকে জোরদার করতে হবে।