নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের বোদায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে সোমবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ছাত্র-শিক্ষক, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের নারী পুরুষের অংশ গ্রহনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাড়িয়ে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। এর পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোদা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীর কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ গ্রহন করেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নাজির, কমিটির সদস্য মনোরঞ্জন সরকার, আনিসুজ্জামান প্রামানিক নুতন, হারুন অর রশীদ ও মাজেদুল ইসলাম আকাশ প্রমুখ।