নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি' - এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার পঞ্চগড়ের বোদায় পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস। বোদা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।কর্মসুচিতে বিভিন্ন নারী সংগঠনের সদস্য, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। দিসবটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন আজাদ। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.লুৎফুল কবির, উপজেলা তথ্য আপা রুমানা জাহান রিম্পি, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মজিদা বেগম ও জয়িতা মোছা: জাহানারা বেগম ।