ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা :জেলার সাদুল্লাপুর উপজেলায় একটি ফেসবুক পোস্টে মহানবী সা.কে নিয়ে কটূক্তির অভিযোগে বিপ্লব কুমার বিপুল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ ডিসেম্বর) ঢাকার ভাটারা থানা পুলিশ অভিযুক্ত বিপ্লব কুমার বিপুলকে গ্রেফতার করে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ওই ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়লে সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের উত্তর হাটবামুনি গ্রামে (কাদের মিয়ার রেলগেট) শত শত মানুষ বিপ্লবের বাড়িতে অবস্থান নেয়। এসময় ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিপ্লবকে গ্রেফতারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই আশ্বাসের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।
গ্রেফতার বিপ্লব কুমার বিপুল উত্তর হাটবামুনি গ্রামের (কাদের মিয়ার রেলগেট) মৃত প্রমথ কুমারের ছেলে।
কামারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মাজহারুল ইসলাম মাজেদ বলেন, একটি ফেসবুক পোস্টে নবী করিম সা.কে নিয়ে খারাপ মন্তব্য করেছে বিপ্লব কুমার বিপুল। পরে শত শত মানুষ ক্ষুব্ধ হয়ে তার বাড়িতে জড়ো হয়েছিল। তবে পুলিশের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।
মাজহারুল ইসলাম মাজেদ জানান, এই ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে মানববন্ধনের ডাক দিয়েছিল এলাকাবাসী। তবে এর মধ্যেই বিপ্লব কুমার বিপুলকে ঢাকায় গ্রেফতারের খবর পাওয়ায় কর্মসূচি স্থগিত করা হয়।