Type Here to Get Search Results !

বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত

বোদা,পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টের বাংলাবান্ধা আইসিপিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক আগমন উপলক্ষ্যে বিজিবি-বিএসএফের যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে দিনটিকে স্মরণীয় করে রাখতে ভারতের ১৭৬ বিএসএফ ব্যাটালিয়ন ও পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় পঞ্চগড়ের বাংলাবান্ধা আইসিপিতে এই যৌথ রিট্রিট প্যারেডের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফের মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরী এবং বিজিবি'র ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমান। এছাড়াও বিজিবি-বিএসএফ এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় বিজিবি-বিএসএফ চকমপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শন করেন। শেষে ডিজি বিএসএফ এবং সেক্টর কমান্ডার, ঠাকুরগাঁও জয়েন্ট রিট্রিট প্যারেডকে স্মরণীয় করে রাখার জন্য স্মারকচিহ্ন বিনিময়ের মাধমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। আগামীতে আরও এরকম দু-দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ন বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করার আশা ব্যক্ত করেন বিজিবি-বিএসএফের কর্মকর্তারা।
বিভাগ