Type Here to Get Search Results !

পলাশবাড়ীতে শীতবস্ত্র বিতরণের মাঠ পরির্দশনে জেলা প্রশাসক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর অন্তবর্তী কালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আগমন উপলক্ষে পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ,শিমুল তলা ব্রিজ,সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। 
২৫ ডিসেম্বর বুধবার দুপুরে তিনি পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসকএ.কে.এম হেদায়েতুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান,উপজেলা জামায়াতে আমির আবু বক্কর ছিদ্দিক,প্রেসক্লাবের সাধারন সম্পাদক পাপুল সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার পলাশবাড়ীতে অন্তবর্তী কালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন বলে নিশ্চিত করা হয়েছে।
বিভাগ