Type Here to Get Search Results !

সুন্দরগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল গাইবান্ধা : জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বালতির পানিতে ডুবে ১৪ মাস বয়সী আয়াত মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শিশু আয়াত মিয়া দুপুরে বাড়ির আঙিনায় খেলছিলেন। এসময় তার মা কাপড় পরিষ্কারের জন্য বালতিতে পানি ভরে রাখেন। খেলার একপর্যায়ে আঙিনায় রাখা পানি ভর্তি বালতিতে মাথা ঢুকিয়ে পানিতে পড়ে যায় শিশু আয়াত। কিছুক্ষণ পর শিশুটিকে বালতির পানিতে ভাসতে দেখেন তার মা।
পরে পরিবারের লোকজন উদ্ধার করে শিশুটিকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে পড়ে আয়াত মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বিভাগ