ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার সাদুল্লাপুর উপজেলায় বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা কতৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ২৩২ কেজি বিক্রি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক হেদায়েতুল ইসলাম, ধাপেরহাট ইউনিয়ন চেয়ারম্যান ও বাজার সভাপতি শহিদুল ইসলাম শিপন, ধাপেরহাট বাজার বনিক সমিতির সভাপতি নুর মোহাম্মদ মিলন, সাধারণ সম্পাদক খালেক মন্ডলের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট জসিম উদদীন চৌধুরী, ব্যবসায়ী আজাদুল ইসলামের গোডাউন থেকে ২৩২ কেজি বিক্রি নিষিদ্ধ পলিথিন জব্দ করে। এসময় উপস্থিত ছিলেন না ব্যবসায়ী আজাদুল ইসলাম। এ-সময় ব্যবসায়ী আনারুল ইসলামের গোডাউনে অভিযান পরিচালনা করলেও তার গোডাউনে পাওয়া যায়নি কোন পলিথিন। তবে স্হানীয়রা জানায় তার বাড়ির গোডাউনে পলিথিন থাকে। স্থানীয়রা জানায়, আরো কয়েকজন এ পলিথিন ব্যবসার সাথে জরিত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে এবং পলিথিন যেখানে উৎপাদন হয় সেই কারখানা বন্ধ করে দিতে হবে।
এ বিষয়ে বাজার বনিক সমিতির সভাপতি নুর মোহাম্মদ মিলন বলেন, একাধিক বার ব্যবসায়ীদের পলিথিন বিক্রি বন্ধ ও ব্যবহারে নিষেধ করলোও তারা কর্ণপাত করে না। ভ্রাম্যমাণ আদালতের বিচারকে ধন্যবাদ দিয়ে বলেন, এভাবে মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে ভোক্তাধিকার নিশ্চিত করা সম্ভব হবে।