Type Here to Get Search Results !

বাঁচতে চায় লিভার সিরোসিস রোগী সফিয়ার

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা(নীলফামারী) ঃ নীলফামারী ডিমলা উপজেলার সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের গরীব ভ’মিহীন অসহায় দিন মজুর সফিয়ার রহমান(৫০)। 
অর্থাভাবে গরীব অসহায় সফিয়ার চিকিৎসা করাতে না পারায় নিভে যাচ্ছে তার জীবন প্রদীপ। দিনদিন তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তার সহায় সম্বল বলতে দুই শতাংশ জমিতে থাকা বসত বাড়ী বিক্রি করে প্রথমে ডিমলা সরকারী হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর সরকারী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করান। গত প্রায় তিনমাস যাবত রংপুর মেডিকেল কলেজের লিভার, পরিপাকতন্ত্র ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ডাঃ মোহাম্মদ নুরুল ইসলাম খানের তত্বাবধায়নে রয়েছে সফিয়ার। 
রংপুর মেডিকেল কলেজের লিভার, পরিপাকতন্ত্র ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ডাঃ মোহাম্মদ নুরুল ইসলাম খান বলেন, সফিয়ারকে বাঁচাতে উন্নত চিকিৎসার জরুরী প্রয়োজন এবং তা ব্যয় বহুল। গরীব দিন মজুর সফিয়ারের পরিবারের পক্ষে তার চিকিৎসার খরচ বহন করা মোটেও সম্ভব নয়। সফিয়ারকে বাচাঁতে চিকিৎসার জন্য তার পরিবার দেশের বৃত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন। বর্তমানে সফিয়ার অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় বাড়িতেই রয়েছেন। এবং দিনদিন সফিয়ারের অবস্থার অবনতি হচ্ছে। সফিয়ারের চিকিৎসার জন্য সাহায্য পাঠানোর বিকাশ/নগদ নাম্বার-০১৭৯১৮৫৩৭৯৩(সফিয়ার)। উল্লেখ্য, চার কন্যা সন্তানের পিতা সফিয়ার দুই মেয়েকে বিয়ে দিলেও তার অসুস্থ্যতার কারনে বিবাহ যোগ্য বাকি দুই মেয়ের বিয়ে দিতেও পারছেনা।
বিভাগ