ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক স্থানে ট্রাকের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। নিজতরা হলেন - লুকাস মুরমু (৩৫) এবং অজ্ঞাত এক নারী। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছে। নিহত লুকাস মুরমু গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চামগাড়ী গ্রামের হোপনা মুরমু'র ছেলে। এছাড়া নিহত আরেক নারীর পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, রোববার দুপুরের দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় নামক স্থানে রাস্তা পারাপারের সময় দিনাজপুরগামী একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় লুকাস মুরমু ঘটনাস্থলেই মারা যান। এদিকে ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের বনফুল হোটেলের পাশে রাস্তা পারাপারের সময় অপর একটি ট্রাকের চাপায় অজ্ঞাতনামা এক নারী ঘটনাস্থলেই নিহত হন। এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ঘন কুয়াশার মধ্যে সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরে ওই লাশ দু’টি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়।