Type Here to Get Search Results !

পীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৩ মাদক সেবীর কারাদন্ড

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোমবার ৩ মাদক সেবন কারীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করেন। ১নং ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া নাপিত পাড়া গ্রামের মানিক, ডলার ও আনোয়ার হোসেন মাদক সেবন করছিল।
পীরগঞ্জ থানার এস.আই আব্দুল হালিম সরকার, এস.আই হামিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে ওই ৩ মাদক সেবন কারীকে আটক করে থানায় নিয়ে আসেন।
মানিক, ডলার ও আনোয়ার মাদক সেবন করার বিষয়টি ভ্রাম্যমান আদালতের বিচারক এন.এম ইশফাকুল কবীরের কাছে স্বেচ্ছায় স্বীকার করায় বিচারক মানিককে ২১ দিন কারাদন্ড, ২০০ টাকা জরিমানা, ডলার কে ১০ দিন ও আনোয়ার হোসেন কে ১০ দিনের কারাদন্ড প্রদান করা সহ ১০০ টাকা করে জরিমানা করেন।
বিভাগ