নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের নাশির মন্ডলহাটে সোনালী ব্যাংক বোদা শাখার উদ্যোগে বোদা সদর ইউনিয়ন বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ও মাড়েয়া বামনহাট ইউনিয়নের,সোনালী ব্যাংক পিএলসি এর কৃষি ঋণ আদায় ও নতুন ঋণ বিতরণের বিশেষ কর্মসুচি মহাক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক ঠাকুরগাঁয়ের প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান।
সোনালী ব্যাংক বোদা শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল জুবেরির সভাপতিত্বে ঋণ আদায় মহাক্যাম্পে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এজিএম কে এম মতিয়ার রহমান,সিনিয়র অফিসার সাবরিনা আকতার,বোদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ শিষা,বাংলাদেশ জাসদ নেতা ও বোদা মহিলা কলেজের সহকারী অধ্যাপক এমরান আল আমিন,বোদা উপজেলা কৃষক দলের আহবায়ক দেলোয়ার হোসেন, ব্যাংক এশিয়ার এজেন্ট শাহজাহান ও কৃষক আব্দুল হেলিম। ঋণ আদায় মহাক্যাম্পে দশ লাখ টাকা বকেয়া ঋণ আদায় করা হয় এবং একই সঙ্গে ১৭ জন কৃষকের মাঝে ১৭ লাখ টাকা নতুন কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। ঋণ আদায় মহাক্যাম্পে বোদা ও মাড়েয়া বানমহাট দুইটি ইউনিয়নের কয়েক শ কৃষক উপস্থিত ছিলেন।