নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির। সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভূমি) এস এম ফুয়াদ, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, আজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাংবাদিক মাজেদুল ইসলাম আকাশ ও প্রধান শিক্ষক ইকবাল হোসেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেন। এর আগে তাদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়।