নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার বিকালে বোদা উপজেলা বিএনপি, বোদা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বোদা কেন্দ্র শহীদ মিনার থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো, ফরহাদ হোসেন আজাদ এর নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সে যায়। এ সময় এক সমাবেশে আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথির বক্তব্য রাখেন। সবাই অন্যের মধ্যে বিএনপি নেতা আব্দুস সামাদ তারা, দিলরেজা ফেরদৌস চিন্ময়, আসাদুল্লাহ আসাদ, আবু বকর সিদ্দিক মহব্বত, আব্দুল মান্নান সহ বিএনপি যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিজয় মিছিলে বোদা উপজেলা, বোদা পৌরসভা সহ ইউনিয়ন পর্যায়ের বিএনপিসহ অঙ্গ ও সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।