Type Here to Get Search Results !

কাহারোল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আমিনুল ইসলাম , কাহারোল( দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-২০২৬ ইং সনের কার্যনির্বাহী পরিষদ গঠনে মোঃ সাইফুল ইসলাম সভাপতি ও মোঃ আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন।
১৫ ডিসেম্বর ২০২৪রবিবার বেলা ১২ টা ৩০ মিনিটে কাহারোল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কার্যনির্বাহী পরিষদ গঠনে প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুল্লাহ সকল প্রক্রিয়া সম্পন্ন শেষে কোন পদের প্রতিদ্বন্দ্বী না থাকায় ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন।
নির্বাচনে মোঃ সাইফুল ইসলাম সভাপতি (দৈনিক স্বদেশ প্রতিদিন),মোঃ আব্দুল্লাহ সহ-সভাপতি (দৈনিক ইত্তেফাক), মোঃ আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক, (দৈনিক আজকালের খবর) মোঃ রোস্তম আলী দপ্তর সম্পাদক(দৈনিক কাল বেলা), মোঃ হায়দার আলী কোষাধ্যক্ষ, মোঃ আব্দুল জলিল শাহ সদস্য(দৈনিক অবজারভারব), মোঃ আনারুল ইসলাম সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিভাগ