নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : সভ্যতার ক্রমবিকাশ ও আধুনিকতার স্পর্শে হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাধুলা। গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যের অংশ এই খেলাসমূহকে নতুন প্রজন্মের সাথে পরিচিত করার লক্ষ্যে বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার বিকালে পঞ্চগড় জেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলার মধ্যে অন্যতম পাক্ষি খেলা, বৌ-চি খেলা, হাডুডু, হাড়ী ভাঙ্গা ও টিপু খেলা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন এবং খেলার বিজয়ীদের মাঝে পুরস্ককার বিতরণ করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি।
বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার রুনা লা্য়লা বোদা থানার ওসি মো, আজিম উদ্দিন,বোদা পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারা, সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিম্ময় ও বোদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এলাহী কুদরত-ই-আমিন সাগর।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলার মধ্যে অন্যতম পাক্ষি খেলা, বৌ-চি খেলা, হাডুডু, হাড়ী ভাঙ্গা ও টিপু খেলা উপভোগ করতে বোদা সরকারি পাইলট মডেল স্কুল ও কলেজ মাঠে উপস্থিত হন হাজারো জনতা। খেলা দেখতে মানুষের ভীড় জমে। হাজার হাজার মানুষ মাঠের চারপাশে দাড়িয়ে এই খেলা উপভোগ করেন।