আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে দুই দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে প্রশিক্ষণে সমাপনী বক্তব্য রাখেন- ডোমার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওসমান গনি শিশির।
সেলফ হেলপ এ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় দুই দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন ডাঃ মশিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- সেলফ হেলপ এ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোশাররফ হোসেন, সহ-প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায় প্রমূখ।
প্রশিক্ষণে ২৫ জন নারী অংশগ্রহণ করেন।