Type Here to Get Search Results !

চিলাহাটি এক্সপ্রেসে ছিনতাইয়ে আহত চিলাহাটির মেয়ে জুলি

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটির বাদল মিয়ার মেয়ে জুলি ফারহানা আজ মঙ্গলবার রাত ২ টা ৫০ মিনিটে পার্বতীপুর রেলওয়ে স্টেশনে এই ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুত্বর আহত হয়েছেন।
জানা যায়- গত ৯ ডিসেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্ত:নগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের এসি বগিতে চিলাহাটি আসছিলো জুলি।
রাত ২ টা ৫০ মিনিটে পার্বতীপুর স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্য ট্রেনটি ছাড়ার পরপরই ছিনতাইকারীর একটি সঙ্ঘবদ্ধ দল যাত্রী জুলির হাত থেকে তার মোবাইলটি ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেনে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিক জুলি ছিনতাইকারীদের পিছনে পিছনে ধাওয়া করে, এসময় ছিনতাইকারী চক্রের অপর সদস্য জুলির পিছনে ছুটতে থাকে একসময় সে জুলির পরনের গলায় পেচানো ওড়না ধরে টান মারে এতে জুলি ট্রেন থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।