নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : আগামী ২১ ডিসেম্বর বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া হাই স্কুল মাঠে বোদা উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
বিএনপি'র মহাসচিব এর জনসভার সফল করার লক্ষ্যে
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বোদা উপজেলা, পৌর শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা গতকাল বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো, ফরহাদ হোসেন আজাদ।
বিএনপির নেতা আফাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুিত মূলক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুস সামাদ তারা, দিলরেজা ফেরদৌস চিনম্ময়,আব্দুল মান্নান সহ নেতৃবৃন্দ।