Type Here to Get Search Results !

চিলাহাটি মা ও শিশু কল্যান কেন্দ্রে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে চিলাহাটি মা ও শিশু কল্যান কেন্দ্র চত্তরে অগ্নি নির্বাপণ মহড়া পরিচালনা করেন চিলাহাটি ফায়ার সার্ভিসের লিডার নূরে আলম।
ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন- চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রের ফার্মাসিস্ট শামীমা নাসরিন, চিলাহাটি উপ-স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট ফিরোজ উদ্দিন।
চিলাহাটি ফায়ার সার্ভিসের সাব-অফিসার আতাউর রহমান, ফায়ার ফাইডার মিন্টু,রিফাত, রনি, হিরেন, সাদিকুর, তমিজ উদ্দিন প্রমূখ।